লেপ্রা বাংলদেশ ও প্রয়াস এক্সেলারিটিং কর্তৃক আয়োজিত সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর কর্তৃক পরিচালিত "Training for Medical Officer On leprosy " অনুষ্ঠিত হয় সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে। কর্মশালাটির সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয় ডা. মোঃ আব্দুল কুদ্দুছ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: কে এ বদরুদ্দোহা, অধ্যাপক, চর্ম ও যৌন রোগ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মহোদয় ডা. আসিফ আহমেদ হাওলাদার। কর্মশালায় উপস্থাপনা করেন ডা শাহ মোঃ এজাজ উল হক, এম ও সি এস। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার আব্দুর রাজ্জাক ও লেপ্রা বাংলাদেশ প্রতিনিধি চঞ্চল সাহা। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলে সকল উপজেলা র মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) বৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস