Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ত্রৈমাসিক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসুচী সভা
বিস্তারিত

যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ত্রৈমাসিক সভা : --------------- কোভিড -১৯ মহামারীর মাঝে সামাজিক দুরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী আজ সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে "Quarterly monitoring meeting on National TB control Program" শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আমিন আহমেদ খান, পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মো: আব্দুল কুদ্দুছ,সিভিল সার্জন, দিনাজপুর। সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস। প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে সমন্বয় করেন মোঃ আব্দুর রাজ্জাক। বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা স্বাস্থ্য ও পঃ প: কর্মকর্তা গণ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ,টি এল সি এ ও বিভিন্ন এন জি ও সমূহের প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের টিবি সম্পর্কিত কর্মকাণ্ড প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় উপস্থিত করেন। বিশেষ অতিথি ও সভাপতি মহোদয় গণ নানা প্রশ্ন - উত্তরের মাধ্যমে তথ্যের সত্যতা ও কার্যকারিতা যাচাই করেন ও তাদের পরামর্শ প্রদান করেন।।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/08/2020
আর্কাইভ তারিখ
01/01/2099