শিরোনাম
মাননীয় পরিচালক(হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মহোদয়ের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর পরিদর্শন
বিস্তারিত
মাননীয় পরিচালক(হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মহোদয়ের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন :
------------------------------------------------
গতকাল ১৪ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্ত স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মহোদয় জনাব ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা এক অনাড়ম্বর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ- কে সাথে নিয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালটির অন্ত : বিভাগ,বহিঃ বিভাগ ও জরুরি বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও প্যাথলজি , মাইক্রোবায়োলজি ও রেডিওলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামদি যেমন -আর টি পিসি আর মেশিন,এম আর আই ,সিটি স্ক্যান মেশিন, এক্স -রে মেশিন স্বচক্ষে দেখেন এবং এসব যন্ত্রের কার্যকারিতা সম্বন্ধে খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি কোভিড -১৯ রোগীদের চিকিৎসা এ নিয়োজিত আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং এসব ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেন ,অক্সিজেন কন্সানট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ সর্বোপরি সুচিকিৎসা নিশ্চিতকরণের ওপর জোর দেন। আসন্ন শীতে কোভিড -১৯ সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ (Second Wave)মোকাবেলায় হাসপাতালটির পূর্বপ্রস্তুতির ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের অকেজো যন্ত্রপাতির মেরামত ও সুষ্ঠু ব্যবহার নিয়েও তিনি বিভিন্ন পরামর্শ দেন। পরিচালক মহোদয় আন্তরিকতার সাথে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং কোভিড -১৯ মোকাবেলায় তাদের সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। হাসপাতাল পরিদর্শনকালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারি পরিচালক মহোদয় তাকে সঙ্গ দেন এবং পরিদর্শন শেষে হাসপাতালটি পরিদর্শনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।