"মৃত্যু নেই মহাবীরের"- এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিনাজপুর জেলার সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর। এরপর এই মহান নেতার জীবনীর ওপর আলোকপাত করে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মান্যবর সিভিল সার্জন ডাঃ মো: আব্দুল কুদ্দুছ,ডাঃ আরজউল্ল্যাহ,উপজেলা স্বাস্থ্য ও পঃ প: কর্মকর্তা, দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস, ডাঃ তিথি ধর,মেডিকেল অফিসার, :ডাঃ আরমিনা খাতুন,মেডিকেল অফিসার ,নুরুল ইসলাম,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ও সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । আজকের দিনে দিনাজপুর স্বাস্থ্য প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ : ১.জেলা/উপজেলা /ইউনিয়ন পর্যায়ের সকল হাসপাতালের ইনডোর, আউটডোর, ইমার্জেন্সী সহ সকল সেবা চালু থাকবে । ২. সকল টিকিট, বিদ্যমান সব ধরনের পরীক্ষা ফ্রি করা হবে। ৩.অন্ত:বিভাগ এ ভর্তি রোগীদের উন্নত মানের খাবারের ব্যবস্থা। ৪.হাসপাতাল কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা। ৫. মসজিদে বিশেষ দুআর ব্যাবস্থা থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস