শিরোনাম
যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচি (৩ য় ব্যাচ)
বিস্তারিত
যক্ষ্মার বিরুদ্ধে সংগ্রাম :
--------------
দিনাজপুর জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল কুদ্দুছের নেতৃত্বে প্রোগ্রাম অর্গানাইজার জনাব আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, টি এল সি এ ও এন জি ও কর্মীদের "সন্দেহভাজন যক্ষ্মা রোগী শনাক্তকরণ, রেফারেল ও ডটস" বিষয়ক প্রশিক্ষণ চলছে। ক্লাস নিচ্ছেন ডা শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস। সাথে কোভিড -১৯ ও হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।