শিরোনাম
যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচি (১ ম ব্যাচ)
বিস্তারিত
সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর কর্তৃক আয়োজিত "সন্দেহভাজন যক্ষ্মা রোগী শনাক্তকরণ, রেফারেল ও ডটস" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় নার্সিং ইন্সটিটিউট,দিনাজপুরে। পৃষ্ঠপোষকতা করছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। সভাপতিত্ব করে সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল কুদ্দুছ। প্রোগ্রাম অর্ফাগানাইজার হিসেবে প্রশিক্ষণ টি পরিচালনা করেন জনাব আব্দুর রাজ্জাক। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডা শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস। অংশগ্রহণকারী হিসেবে ছিলেন বিভিন্ন উপজেলা হতে আগত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও টি এল সি এ বৃন্দ।