Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝটিকা পরিদর্শন
বিস্তারিত

ঝটিকা পরিদর্শন : --------------- সিভিল সার্জন মহোদয় ডাঃ মো: আব্দুল কুদ্দুছ আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরল এ ঝটিকা পরিদর্শন করেন। এ সময় তার সফর সংগী হন ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম একরাম এর নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গণ সিভিল সার্জন মহোদয় কে পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চত্বর ঘুরে দেখান। এসময় সিভিল সার্জন মহোদয় অন্তঃবিভাগ,বহিঃবিভাগ,জরুরী বিভাগ,আই এম সি আই কর্ণার,ডটস কর্ণার, এ এন সি -পি এন সি কর্ণার পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ও তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নতি করণ ও বার্ষিক ক্রয় পরিকল্পনা সম্পাদন বিষয়ক জন্য নানা পরামর্শ প্রদান করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/08/2020
আর্কাইভ তারিখ
01/01/2099