Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাতৃদুগ্ধ বিকল্প আইন্ ২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক কর্মশালা
বিস্তারিত

আজ সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এ " মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধি ২০১৭ অবহিত করণ এবং মনিটরিং কর্মশালা " কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আহাদ আলী,তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসিফ মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর; মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম);মমতাজ বেগম,সহকারী পরিচালকভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুষ্ঠানে রেপোটিয়ার হিসেবে ছিলেন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার,ডেপুটি সিভিল সার্জন। এছাড়াও ঢাকা থেকে রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করেন ডাঃ ইফতেখার আহমেদ তসলিম, সহকারী পরিচালক,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ডাঃ গাজী আহমদ হাসান, ডিপিএম, এন এন এস ও ডাঃ প্রণব কুমার মোদক, ডি পি এম,এন টি পি। এছাড়া ও ডা: মোঃ আরজউল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ প: কর্মকর্তা, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর ও ডাঃ পারভেজ সোহেল রানা, আর এম ও ,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর। কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন সাইফুল ইসলাম,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ও নুরুল ইসলাম,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার। কর্মশালায় উপস্থাপনা করেন ডাঃ শা শাহ এজাজ উল সাজ্জাদ এম ও সি এস। বিভিন্ন উপজেলা হতে আগত ডাক্তার, নার্স ও স্যানিটারি ইন্সপেক্টর গণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/08/2020
আর্কাইভ তারিখ
01/08/2021