Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সাংবাদিকদের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বিস্তারিত
সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ------------------------------------------------------ আগামী ৪ অক্টোবর জেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে ৩৪৪৯৩২ জন শিশুকে ================================= স্টাফ রিপোর্টার ॥ ১ অক্টোবর বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোকে সামনে রেখে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ মাহমুদ হালদার, এমওসিএস ডাঃ শাহ মোঃ এজাজ - উল হক ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার নুরুল ইসলাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ ইছামুদ্দিন। সাংবাদিকদের মাধ্যে বক্তব্য রাখেন কামরুল হুদা হেলাল, শাহ আলম শাহী, মোঃ আকরাম হোসেন বাবলু, আবুল কাশেম, নুর ইসলাম। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ বলেন, প্রতি বছরের মত এবারো আগামী ৪ অক্টোবর দিনাজপুর জেলায় ৬ হতে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৬২৫৭ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩০৮৬৭৫ জন। মোট ৩৪৪৯৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য ১৪টি স্থায়ী কেন্দ্র এবং ২৫৮৭টি অস্থায়ী কেন্দ্র করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মী (এইচএ) থাকবে ৩১৮ জন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মী (এফডাব্লুএ) ২৮১ জন, স্বেচ্ছাসেবী (ভলন্টিয়ার) ৫২০৪ জন মোট ৫৮৪১ জন কর্মী ক্যাম্পেইনকে সহযোগিতা করতে মাঠে থাকবে। মনে রাখবেন ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্দিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। উক্ত ওরিয়েন্টেশন সভায় ৩৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। উল্লেখ্য উক্ত ক্যাম্পেইনকে সফল করতে গত ২০ সেপ্টেম্বর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/10/2020
আর্কাইভ তারিখ
01/01/2089