শিরোনাম
গোদ রোগ নির্মূল ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত
আজ এসেন্ড বাংলাদেশ ও লেপ্রা বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত "গোদ রোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধ "বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ও স্বাগত ভাষণ দেন সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল
কুদ্দুছ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা লুতফর রহমান, ট্রেইনিং ম্যানেজার, লেপ্রা বাংলাদেশ, ডা জাকির হোসেন,রোগতত্ত্ববিদ,এসেন্ড বাংলাদেশ ও মিজানুর রহমান ,মনিটরিং অফিসার,লেপ্রা বাংলাদেশ। জেলা সমন্বয়ক চঞ্চল সাহা কর্মশালাটির সমন্বয় করেন। অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ১৩ উপজেলা র উপজেলা স্বাস্থ্য ও প: পঃ কর্মকর্তা ও মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) গণ। সিভিল সার্জন অফিস থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ। কর্মশালায় উপস্থাপনা করেন ডা শাহ মো: এজাজ উল হক, এম ও সি এস