শিরোনাম
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা
বিস্তারিত
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা :
----—---------------—-----------------
কোভিড -১৯ মহামারীর মাঝে সামাজিক দুরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী আজ সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে "Quarterly monitoring meeting on National TB control Program" শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুলতান আহমেদ খান, পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মো: আব্দুল কুদ্দুছ,সিভিল সার্জন, দিনাজপুর। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা.বি কে বোস,পরিচালক, ইনমাস,দিনাজপুর ও সাধারণ সম্পাদক, বিএম এ ,দিনাজপুর, ডা আহাদ আলী,তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর, ডা আসিফ আহমেদ খান,ডেপুটি সিভিল সার্জন, ডা রানা চৌধুরী, ডিভিশনাল টিবি এক্সপার্ট । সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস। প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে সমন্বয় করেন মোঃ আব্দুর রাজ্জাক। প্রথমে ডা বি কে বোস ও পরে বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা স্বাস্থ্য ও পঃ প: কর্মকর্তা গণ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ,টি এল সি এ ও বিভিন্ন এন জি ও সমূহের প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের টিবি সম্পর্কিত কর্মকাণ্ড প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় উপস্থিত করেন। বিশেষ অতিথি ও সভাপতি মহোদয় গণ নানা প্রশ্ন - উত্তরের মাধ্যমে তথ্যের সত্যতা ও কার্যকারিতা যাচাই করেন ও তাদের পরামর্শ প্রদান করেন।