শিরোনাম
খানসামা (পাকেরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
বিস্তারিত
পাকেরহাট খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন :
--------------
আজ সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এর সাথে তিনি উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফাইলেরিয়াসিস বিষয়ক কর্মশালা এ রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন। শুরুতেই খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা,আবাসিক মেডিক্যাল অফিসার,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও অন্যান্য চিকিৎসক ও কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান। এরপর সিভিল সার্জন মহোদয় কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য প্রদান ও প্রশিক্ষণার্থীদের উজ্জীবিত করেন। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ঘুরে দেখেন ও স্বাস্থ্যকর্মীদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। এই মাঠকর্ম পরিদর্শনে সিভিল সার্জন মহোদয়ের ভ্রমণ সঙ্গী হন ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস।