Details
আয় আয় সোনামনি,টিকা দিয়ে যা
----------
----------------
সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর কর্তৃক আয়োজিত "হাম রুবেলা টিকাদান পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিভিল সার্জন কনফারেন্স রুম, দিনাজপুরে। ।
সভাপতিত্ব করেন সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল কুদ্দুছ।সাথে ছিলেন ডেপুটি সিভিল সার্জন মহোদয়। সার্বিক সহযোগী হিসেবে প্রশিক্ষণ টি পরিচালনা করেন ডাঃ পল্লব চক্রবর্তী, এস আই এম ও। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন ডা শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস। অংশগ্রহণকারী হিসেবে ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হতে আগত চিকিৎসক, নার্স, কর্মচারীবৃন্দ।সার্বিক ব্যবস্থাপনা এ ছিলেন জনাব ইছামুদ্দীন,জেলা ইপি আই সুপার ও মাহফুজুল ইসলাম,ইপি স্টোর কিপার