Details
আজ এক আনন্দঘন পরিবেশে সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে "জেলা পর্যায়ে প্রশিক্ষক প্রশিক্ষণ" কার্যক্রম এর পর্দা উন্মোচিত হয়। অংশগ্রহণ করেছেন বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও প: পঃ কর্মকর্তা গণ,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণ,মেডিকেল অফিসার(পরিবার পরিকল্পনা),এম টি ইপি আই ও সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন ডাঃ মোঃ আরজউল্ল্যাহ,ডাঃ শাহ মোঃ এজাজ উল হক ,এম ও সি এস। সার্বিক তও্বাবধানে ছিলেন ডা পল্লব চক্রবর্তী, এস আই এম ও,বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিচালনা করেন জনাব ইছামউদ্দিন,ইপি সুপার,দিনাজপুর।