Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Press
Details
করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সম্পর্কিত জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত --------- আজ বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষ -১ (কাঞ্চন) -এ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সম্পর্কিত জেলা কমিটির প্রথম সভা জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব সিভিল সার্জন মহোদয় ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ কর্তৃক আয়োজিত এই সভায় আরো অংশ গ্রহণ করেন ডাঃ বি কে বোস, পরিচালক,ইনমাস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা: নজমুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শরীফুল ইসলাম,জনাব আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধুরী ,উপ পরিচালক ,পরিবার পরিকল্পনা সহ পুলিশ বিজিবি, আনসার,তথ্য অফিস,সমাজসেবা,প্রেস ক্লাব সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ। সভায় "কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা " শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস। প্রেজেন্টেশন শেষে উপস্থিতি গণ বাস্তবসম্মতভাবে কোভিড ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার তালিকা প্রস্তুতকরণ ও ভ্যাকসিন প্রয়োগ বাস্তবায়ন সম্পর্কিত সুচিন্তিত মতামত প্রদান করেন।
Images
Attachments
Publish Date
17/01/2021
Archieve Date
01/01/2089