Details
হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ নিয়ে আজকের সংবাদ সম্মেলন
----------------------
দিনাজপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে জেলার ১৩টি উপজেলায় ও ৫টি পৌরসভা এলাকায় ৬ লাখ ৭২ হাজার উদ্দীষ্ট জনগোষ্ঠির মধ্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ৯ মাস বয়স হতে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদ্য করোনা বিজয়ী সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। সিভিল সার্জন বলেন, আমি গত ডিসেম্বর মাসের ২ তারিখ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলাম। বর্তমানে তিনি সুস্থ হয়েছি। আক্রান্ত অবস্থায় যারা তাঁর খোঁজ-খবর নিয়েছেন ও তাঁর জন্য সুস্থতা কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, আনুষ্ঠানিকভাবে ১৯ ডিসেম্বর-২০২০ তারিখ হতে ৩১ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। তবে গত কয়েক দিন আগে থেকে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। ১৩টি উপজেলার ৮ হাজার ১২৪টি কেন্দ্র ও ৫টি পৌরসভার ১ হাজার ৪৫২টি কেন্দ্রসহ মোট ৯ হাজার ৫৭৬টি কেন্দ্রের মাধ্যমে এই হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ এজাজ-উল-হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ পল্লব চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার মোঃ ইছাম উদ্দীনসহ সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।