Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
News
Details
আজ সিভিল সার্জন কনফারেন্স রুম,দিনাজপুরে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে "অনলাইন মাইক্রোপ্ল্যানিং,রিপোর্টিং, মনিটরিং ও অনলাইন সুপারভিশন "বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল কুদ্দুছ।সাথে ছিলেন ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ টি পরিচালনা করেন ডাঃ পল্লব চক্রবর্তী,এস আই এম ও ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পরিসংখ্যানবিদ,রংপুর বিভাগীয় অফিস(স্বাস্থ্য)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব ইছামউদ্দীন,জেলা ইপি আই সুপার। প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন উপজেলার পরিসংখ্যানবিদ ও এম টি ইপি আই গণ উপস্থিত ছিলেন।
Images
Attachments
Publish Date
15/11/2020
Archieve Date
03/03/2089