Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Press
Details
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২০ পালন -------------- এ উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডা মোঃ আব্দুল কুদ্দুছ। প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়। আরও উপস্থিত ছিলেন ডাঃ মো: ওয়াহিদুল হক,সিনিয়র কনসালটেন্ট, ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, ডেপুটি সিভিল সার্জন মহোদয় ও সরকারি বিভিন্ন কার্যালয় হতে আগত অতিথি বৃন্দ।মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ শাহ মোঃ এজাজ উল হক,এম ও সি এস। ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংগঠণ এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা তৈরিতে কাজ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশব্যপী এ সপ্তাহ উদযাপণ করছে জীবনরক্ষাকারী ঔষধ হিসেবে এন্টিবায়োটিকের কোন বিকল্প নেই। ব্যাকটেরিয়া দিয়ে যে ইনফেকশন হয়, তার প্রতিকারে এন্টিবায়োটিক প্রয়োজন। তবে বিনা প্রয়োজনে, ডোজ সম্পূর্ণ না করে তা ব্যবহার করলে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জীবাণু তৈরি করে; পরবর্তিতে যার ক্ষেত্রে বেশিরভাগ এন্টিবায়োটিক কাজ করে না। সুতরাং এন্টবায়োটিক ব্যাবহারে সচেতন হোন।
Images
Attachments
Publish Date
24/11/2020
Archieve Date
01/03/2089